থ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়ার অভিযোগে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীর বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মোছাব্বির হাসান ওরফে সজিব নামে এক ব্যক্তি এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছিলেন। পরে মামলা গ্রহণ করার উপাদান না থাকায় তা খারিজ করে দেন।
মামলায় আবেদনে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত সফলতাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে রোকেয়া প্রাচী গত ১৬ আগস্ট ভারতের একটি সংবাদমাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন সাক্ষাৎকার ও বক্তব্য দেন। যা দিয়ে তিনি সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিয়েছেন।
এর আগে গতকাল সোমবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ অভিনেত্রী রোকেয়া প্রাচীকে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতির দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।