বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকায় নানাভাবে আওয়ামী লীগ সরকারের হুমকির শিকার হয়েছেন বলে জানিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী।
সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এই ইউটিউবার জানিয়েছেন, আন্দোলনে সমর্থন দেওয়ায় হত্যার হুমকিও পেয়েছিলেন তিনি। তবুও নিজের অবস্থান পরিবর্তন করেননি। অবস্থা বেগতিক দেখে পালিয়ে প্রাণে বাঁচারও চেষ্টা করেছেন।
গত শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, ‘আমি আর এস ফাহিম। দেশের প্রয়োজনে নিজের অবস্থান থেকে সবার আগে এগিয়ে আসার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব। আমার মাটির ক্ষেত্রে এক চুলও ছাড় নয়। সে যেই হোক না কেন, আমি মাথা নত করিনি, করবও না; ইনশাআল্লাহ।’
এ কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, ‘এ সমাজে আমরা কাউকেই ইগনোর করতে পারব না। তবে দেশকে স্বৈরাচারমুক্ত করতে গিয়ে আমি তাদের ইগনোর করতে স্বক্ষম হয়েছিলাম। আমার হতেই হয়েছে। অসংখ্য আওয়ামী বন্ধু আমাকে অসংখ্যভাবে হুমকি দিয়েছে। উপর মহল বলেছে, কল্লা ফালাইয়া দিমু। আমি বলেছিলাম, এতো ভাইয়ের গেছে। আমার কল্লাটাও যাক।’
সবশেষ তিনি লিখেছেন, ‘মাটির সঙ্গে বেঈমানি… সম্ভব না। আমরা যারা একসঙ্গে ধানমন্ডি-২৭ থেকে গোটা নীলক্ষেত দাপিয়ে বেড়িয়েছি; যারা যারা আমার সঙ্গে ছিলেন, আপনাদের ধন্যবাদ জানানো হয়নি। অসংখ্য ধন্যবাদ আমার সহযোদ্ধাদের, কৃতজ্ঞতা।’