কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে রেজিস্ট্যান্স উইকের কর্মসূচি রোডমার্চের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্বালন ও অন্যান্য কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল বিকাল পৌনে ৬টার দিকে শাহবাগ থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। এ সময় ‘একতার বাংলাদেশ’ সংগঠন এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রতিনিধিরা পদযাত্রায় যুক্ত হন। অনুষ্ঠানে শপথ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্লাবন তারিক। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু সায়েম, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক শাফী মোহাম্মদ, ফাদার তপন ডি রোজারিও প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘একতার বাংলাদেশ’-এর মুখপাত্র তাহমীদ আল মুদাসসির। ধানমন্ডি রাপা প্লাজার সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা শেখ হাসিনার বিচার ও ফ্যাসিবাদ বিষয়ক নানান স্লোগান দিতে থাকেন। এর পর গান ও আবৃত্তির মাধ্যমে নিহতদের শ্রদ্ধা জানানো হয়। পরে মোমবাতি প্রজ্জ্বলন করে নিহতদের জন্য দোয়া করেন তারা। শেষে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করে মিছিলটি ফিরে যায়।