এশিয়ান দেশ জাপান আবারও অলিম্পিক পদক তালিকার শীর্ষে রয়েছে। ৭টি সোনা, ২টি রুপা এবং ৪টি ব্রোঞ্জসহ মোট ১৩টি পদক নিয়ে তারা সবার ওপরে। মঙ্গলবার আরও একটি সোনা যুক্ত করে তারা তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে।
চীন এবং অস্ট্রেলিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে, তাদের ঝুলিতে আছে ৬টি করে সোনা। চীনের রৌপ্য পদক সংখ্যা ৬টি এবং অস্ট্রেলিয়ার ৪টি। পদকের মোট সংখ্যা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সবার শীর্ষে, ৪টি সোনা, ১১টি রুপা এবং ১১টি ব্রোঞ্জসহ মোট ২৬টি পদক তাদের দখলে।
এবারের অলিম্পিকে এখন পর্যন্ত ২১টি দেশ অন্তত একটি সোনা পেয়েছে এবং ৪৩টি দেশ অন্তত একটি পদক অর্জন করেছে।
গতকাল দুইটি সোনা জিতে গ্রেট ব্রিটেন পদক তালিকায় বড় লাফ দিয়েছে। চীনের কি ইং এবং গুয়াতেমালার ব্রল কার্দেনেসকে পেছনে ফেলে ট্যাপ শুটিংয়ে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের নাথান হেলস। এছাড়া দিনের শেষ ইভেন্টে ছেলেদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জয় করেছে তারা।
যুক্তরাষ্ট্রের একমাত্র সোনা এসেছে নারীদের দলগত জিমন্যাস্টিকসে। সিমোন বাইলসের নেতৃত্বে এই সোনা জয় করেছে যুক্তরাষ্ট্র।