ট্রেনে কাটা পড়ে মারা যান ডলি ঘোষ নামের এক নারী। খবর পেয়ে রেললাইনে ছুটে যায় তার মানসিক ভারসাম্যহীন ছেলে। সেখানে গিয়ে মায়ের দেহাংশ কুড়িয়ে আনার চেষ্টা করতে থাকে।
বৃহস্পতিবার (১১ জুলাই) এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের হুগলির ডানকুনিতে। ইতোমধ্যে ওই নারীর দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ডানকুনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডলি ঘোষ। বৃহস্পতিবার সকালে বাজার করতে যাচ্ছিলেন তিনি। ডানকুনির ১০ নম্বর রেলগেট পেরোনোর সময় ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। এতে করে রীতিমতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে তার দেহাংশ।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় তার ছেলে সুখেন ঘোষ। রেললাইন থেকে মায়ের দেহাংশ কুড়িয়ে তা নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। পরে রেলপুলিশ ও ডানকুনি থানায় খবর দেওয়া হয়।
পরে রেলপুলিশ ও ডানকুনি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সুখেনকে বুঝিয়ে তাকে শান্ত করে। তার পর ডলি ঘোষের দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয়রা জানান, সুখেন মানসিক ভারসাম্যহীন। ডলি ঘোষের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।