রবিবার ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পুনরায় ক্ষমতায় আসতে না পারলেও বাজিমাত করল দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কৌশল। নির্বাচনে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) জয় আটকানোর প্রচেষ্টায় তার কৌশল সফল হয়েছে বলেই বুথফেরত জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। এরই মধ্যে ন্যাশনাল র্যালির নেতা মারিন লা পেন নিজের দলের পরাজয় স্বীকারও করে নিয়েছেন।
এদিকে, ম্যাক্রোঁর সেই কৌশলে নাটকীয় মোড় নিয়েছে নির্বাচনের হিসাবে। বুথফেরত জরিপ অনুযায়ী, দেশটির নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে পাচ্ছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিই)।
উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি ছাড়াও পরাজয় স্বীকার করে নিয়েছেন নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট টুগেদার অ্যালায়েন্সও। অপর দিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা।
ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া বুথফেরত জরিপের তথ্যানুযায়ী, ৫৭৭ আসনের পার্লামেন্টে ১৭২ থেকে ২১৫টি আসন পেতে যাচ্ছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। তারা পেতে পারে ১৫০ থেকে ১৮০টি আসন। আর ১১৫ থেকে ১৫৫টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র্যালি।