ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এয়ারলাইন্সগুলোর শিডিউল বিপর্যয়ের কারণে হজ গমনেচ্ছুরা হজ ক্যাম্পে কোনো ধরনের হয়রানি ও ভোগান্তির স্বীকার হননি।’
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এমপি মোহা. আসাদুজ্জামান আসাদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ধর্মমন্ত্রী বলেন, ‘২০২০ ও ২০২১ সালে করোনার কারণে বাংলাদেশ থেকে কোনো হজ গমনেচ্ছু সৌদি আরবে গমন করেননি। তবে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে কোনো ভোগান্তি হয়নি, আলহামদুলিল্লাহ। এ ধরনের সমস্যা নিরসনকল্পে ভবিষ্যতে সুচিন্তিত মতামতের ভিত্তিতে এয়ারলাইন্সগুলোর সাথে আলোচনা করে শিডিউল নির্ধারণ করা হবে ‘
এইচ এম বদিউজ্জামানের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৭ম পর্যায় প্রকল্পের আওতায় শিক্ষাদানে নিয়োজিত ইমামদের মাসিক সম্মানি পাঁচ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে। ধর্মীয় শিক্ষা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রকল্পকে বিস্তৃত করে ইমামদের প্রতিমাসে বেতন ও ঈদ বোনাসসহ নিশ্চয়তার সাথে প্রদান করা হয়ে থাকে।’