অনলাইন ডেস্ক
দক্ষিন-পশ্চিমান্চলের জনগনের আস্হার প্রতীক গোল্ডেন লাইন পরিবহন লাখো মানুষের মন জয় করে এখন হযরত শাজালাল(র.) ও হযরত শাহ পরান (র.) পুর্নভুমি সিলেট থেকে নিয়মিত চলাচল করছে।
যাত্রীদের সর্বাধিক সেবার কথা চিন্তা করে গোল্ডেন লাইন কতৃপক্ষ সিলেটে তাদের সেবার কার্যক্রম শুরু করেছে। সিলেট থেকে নিয়মিত ঢাকা হয়ে দক্ষিন এবং পশ্চিম অন্চলের জেলাসমুহে যাত্রী সেবা প্রদান করবে গোল্ডেন লাইন। বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ করিম গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন লাইন কতৃপক্ষ সারা দেশেই তাদের পরিবহন সেবা বাড়াতে চায় ।
এব্যাপারে করিম গ্রুপ এর ব্যবস্হাপনা পরিচালক এবং গোল্ডেন লাইনের কর্নধার ওয়াহিদ মিয়া জানান, সেবার মানুষিকতা নিয়ে করিম গ্রুপ পরিবহন ব্যবসায় বিনিয়োগ করেছে। প্রতিটি যাত্রীকেই আমরা সেবার আওতায় আনতে চাই।
তিনি জানান, আমরা আমাদের পরিবহন সেবা সারা দেশেই চালু করার চিন্তা করছি। পর্যায়ক্রমে ঢাকা থেকে উত্তর-দক্ষিণ,পূর্ব-পশ্চিমে সব জায়গাতেই পরিবহন সেবা দিবে গোল্ডেন লাইন পরিবহন। এজন্য ভাল মানের বেশ কিছু গাড়ি আনার চিন্তা ভাবনা চলছে। করিম গ্রুপ এর এই কর্ণধার জানান, পদ্মা সেতু হয়ে গোটা দেশের সাথে পরিবহনের যোগসুত্র স্হাপন করবে গোল্ডেন লাইন কর্তৃপক্ষ।
এন্টার করুন
Wahid টাইপ করছেন