হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আগামী ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ম্যাডামের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছিল। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রোববার (২৩ জুন) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. জাহিদ।
ডা. জাহিদ অভিযোগ করেন, ম্যাডামের শারীরিক অবস্থা খারাপ হলে শুক্রবার রাতে দ্রুত ইউনাইটেড হাসপাতালের সহযোগিতা চাওয়া হয়। তারা তখন সহযোগিতা করেননি।
তিনি আরও বলেন, রাত ২টার সময় ইউনাইটেড হসপিটালের কাছে অ্যাম্বুলেন্স ও ইঞ্জেকশন চেয়েও পাওয়া যায়নি, তারা রাজি হননি।
শুক্রবার (২১ জুন) গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।