এবারের বিশ্বকাপে ডি গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের অন্য প্রতিপক্ষদের মধ্যে আছে শক্তিশালি দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ডস। সুপার এইটে যেতে হলে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে হবে। তাই ডি গ্রুপ থেকে শেষ আটে খেলতে হলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল লাল-সবুজের দলের। কাঙ্ক্ষিত সেই জয় নিশ্চিত করেছে সাকিব-শান্তরা। লঙ্কানদের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে নাটকীয় জয়ে আসর শুরু করেছে নাজমুল শান্তর দল।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে বোলিং করে লঙ্কানদের ১২৪ রানেই আটকে দেয় তাসকিন-রিশাদরা। পরে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়লেও দলেকে জয়ের পথ দেখান লীতন দাস ও তাওহীদ হৃদয়। শেষ দিকে আবার চাপে পড়লেও শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর ব্যাটে জিতেছে টাইগাররা। এমন জয়ের পর অধিনায়ক শান্ত জানিয়েছেন, এমন চাপের ম্যাচ এর আগে খেলেননি তিনি।
শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এর আগে এমন প্রেশারের ম্যাচ আর খেলিনি। আল্লাহর রহমতে আজকে আমরা ম্যাচ জিতেছি। আমরা সবাই জানতাম ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে। আমরা বোলিংয়ে কিন্তু শুরুটা ভালো পাইনি। এরপর সবাই যেভাবে শান্ত ছিল।’
বোলারদের অবদানে কথা উল্লেখ করে শান্ত বলেন, ‘যেভাবে আমরা মিডল ওভারে কামব্যাক করেছি সেটা দারুণ ছিল, বিশেষ করে বোলার ফিল্ডারদের অবদানে। আমাদের ব্যাটিংটাও ভালো হয়নি প্রথমদিকে। এই ধরনের উইকেটে বা চাপের ম্যাচে ওরাও (শ্রীলঙ্কা) ভালো করেছে। তবে আমরা ২ পয়েন্ট পেয়েছি, ভালো লাগছে।’
তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি আরও আগেই জিতে নেয়া দরকার ছিল জানিয়ে শান্ত বলেন, ‘সবার শরীরি ভাষা দারুণ ছিল। আমরা আমাদের ১২০ শতাংশ দিয়েছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছিলাম আর সব ফিল্ডাররা তাদের কাজটুকু করেছে। আমার মনে হয় খুব ভালো বল করেছি, কিন্তু এ ধরনের উইকেটে আমাদের আরও আগেই জেতা উচিৎ ছিল।’