শাকিব খানের কথানুযায়ী শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে অনেক আগে। ওই জায়গা থেকে সচরাচর দেখা হওয়ার কোনো সুযোগ নেই তাদের। তবে সম্পর্ক খাঁদের কিনারায় থাকলেও ঈদ উৎসবে শাকিবের মুখোমুখি হতে ভোলেন না বুবলী।
প্রতি ঈদেই মুখোমুখি হন তারা। অনেকে ভেবেছিলেন এবার বোধহয় শাকিবের সামনে দাঁড়ানোর সুযোগ হবে না নায়িকার। সে আশঙ্কা উড়িয়ে দিয়ে এবার ঈদেও বুবলী মুখোমুখি হচ্ছেন সন্তানের বাবার। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন পরিচালক ও প্রযোজক মো. ইকবাল।
শাকিব-বুবলীর মাঝে ইকবালের নাম নেওয়ায় ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা তার পরিচালিত ‘রিভেঞ্জ’মুক্তি পাচ্ছে ঈদে। এই ছবিটি শাকিবের সামনে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে বুবলীকে।
তুফানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার ভয়ে এরইমধ্যে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে একাধিক ছবি। তবে অন্যদিকে ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন প্রতিযোগিতার। তিনি বলেন, ‘অনেক দিন ধরে রিভেঞ্জ মুক্তির জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আসছে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করেছি। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। ঈদের চেয়ে ভালো সময় আর পাওয়া যাবে না। আমি সবসময় বড় সিনেমার সঙ্গে পাল্লা দিতে চাই। এবারও তাই হবে।’
‘রিভেঞ্জ’-এ বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ প্রমুখ।