নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস দিয়েছেন বিজেপি নেতা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় মোদি বলেছেন, টানা তৃতীয়বারের মতো (ভারতের) জনগণ এনডিএর ওপর আস্থা রেখেছে! ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক কীর্তি।
ভোট দিয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে বিগত ১০ বছরের মতো সামনের বছরগুলোতেও ভালো কাজ চালিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি।
সরকার গঠন করলে জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন তিনি। পৃথক এক পোস্টে মোদি বলেছেন, আমি আমাদের সব কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানাই।
এদিকে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, নির্বাচনের ফলাফল একটি পরিষ্কার বার্তা দিয়েছে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দেশ পরিচালনা করুক, তা ভারত চায় না।
কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইনডিয়া আগামীকাল কেন্দ্রে সরকার গঠনের চেষ্টা করার জন্য বিহারের জনতা দল ও অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির মতো সাবেক মিত্রদের সাথে যোগাযোগ করবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কংগ্রেস ও তার মিত্ররা বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরীক দলগুলোর সাথে সরকার গঠনের বিষয়ে আলোচনা করবে কি না, জানতে চাইলে রাহুল বলেন, ‘‘আমরা আগামীকাল আমাদের অংশীদারদের সাথে একটি বৈঠক করতে যাচ্ছি। এসব বিষয়ে ওই বৈঠকে উত্থাপিত হবে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
তিনি বলেন, ‘‘আমাদের মিত্রদের মতামত না জেনে আমরা কিছু বলব না। আমাদের জোট আগামীকাল সিদ্ধান্ত নেবে এবং তারা যা সিদ্ধান্ত নেবে আমরা সে অনুযায়ী কাজ করব।’’
কংগ্রেসের এই নেতা বলেন, এবারের ভারতের সাধারণ নির্বাচন ছিল সংবিধান বাঁচানোর লড়াই। আমার মাথায় ছিল সংবিধান বাঁচাতে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে। সংবিধান বাঁচানোর প্রথম এবং সবচেয়ে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দরিদ্র ও প্রান্তিক জনগণই সংবিধান রক্ষার জন্য রুখে দাঁড়িয়েছেন।
ভারতের লোকসভার নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে ৩২০টি আসনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টা পর্যন্ত ঘোষিত ৩২০টি আসনের মধ্যে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি পেয়েছে ১৫৬টি আসন। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ৬২টি আসন। তৃতীয় সর্বোচ্চ ২৪টি আসন পেয়েছে সমাজবাদী দল। আর বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দলগুলো।
ভারতে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে তাদের ৫৪৩টি আসনের মধ্যে ২৭২টি আসনে জয় পেতে হবে। তবে মোদির বিজেপি এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে।