এবারের কান উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যান দেশের জনপ্রিয় অভিনেত্রী আশানা হাবিব ভাবনা। কোন সিনেমা নিয়ে নয় বরং সম্পূর্ণ নিজ উদ্যোগে বৈশ্বিক চলচ্চিত্রের সম্মানজনক এই আসরে যান তিনি। আর সেখানে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান’ পোষ্ট করে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।.
পুরো কান যাত্রায় বেশ প্রাণোচ্ছল ও উচ্ছ্বসিত দেখা গেছে ‘ভয়ংকর সুন্দর’ এর এই অভিনেত্রীকে। এমনকি ব্যতিক্রমী সব পোশাকের মাধ্যমে নিজর শৈল্পিক ভাবনাকে তুলে ধরেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসেন ভাবনা। নিজের সৃজনশীলতাকে তিনি ফুটিয়ে তুলেছেন তার পোশাকে যাতে চমকিত হয়েছেন ভক্ত ও দর্শকরা।
কান উৎসবের প্রথম দিনে ভাবনা উৎসবস্থলে যান কালো রঙের ব্লেজার পরে। সাদামাটা পোশাক হলেও পোশাকটিতে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল তাকে। এরপর দ্বিতীয় দিনে এই অভিনেত্রী হাজির হন নীল রঙের নাম না জানা ফুলেল নকশা করা গাউনে।
পরে কালো-সোনালী গাউন পরে কানের রেড কার্পেটে হাজির হন তিনি। যা ছিল তার কান লুকের বিশেষ আকর্ষণ। তিনি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কান উৎসবে আমার সঙ্গে আমার কাকদের নিয়ে হাজির হয়েছি।’ মূলত ভাবনার প্রিয় পাখি কাক। আর সেই চিন্তা থেকেই ভাবনার পোশাকের এই ব্যতিক্রম দেখা গেছে।
শাড়িতেও লালগালিচায় হাঁটেন অভিনেত্রী। নিজের মায়ের বিয়ের শাড়ি পরেও কান উৎসবে চমক দেখিয়েছেন অভিনেত্রী। এ ছাড়া ঢাকাই জামদানির সঙ্গে রিকশা পেইন্টের মোটিফে তৈরি ব্লাউজ আর নিখুঁত কারুকাজের গয়নায় অপূর্ব স্নিগ্ধতায় ভরিয়ে তুলেছেন উৎসব প্রাঙ্গণকে।
উৎসবে যে এই অভিনেত্রী শুধু ফ্যাশন আর নিজের রুচিশীলতায় পরিচয় দিয়েছেন তা নয়, দিয়েছেন সুখবরও। কানে বসেই নিজের সপ্তম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। ‘জেনুবিয়া’ নামে একটি নতুন ছবিতে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রাথমিক ধাপ হিসেবে বাংলাদেশি এক নির্মাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পরিচালক জাফর ফিরোজ আর এই ছবির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াও লি, যিনি একজন ব্রিটিশ–চায়নিজ প্রযোজক। ছবিটি বাংলা, ইংরেজি ও চীনা ভাষায় তৈরি হবে বলে জানান পরিচালক।