৭ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মো. কাবির মিয়া মুকসুদপরু উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন। এমপি নির্বাচনে হেরে এবার উপজেলা নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মুকসুদপুর উপজেলায় মোট কেন্দ্র ৯৬ টি। এসব কেন্দ্রের ফলাফলে মো. কাবির মিয়া ঘোড়া প্রতীক নিয়ে ৫৪ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম মহিউদ্দিন আহম্মদ মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৮১১ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শাহারিয়ার কবির চশমা প্রতীক নিয়ে ৩৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রবিউল ইসলাম উড়োজাহাজ প্রতিক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৭১৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানিয়া আক্তার হাঁস প্রতিক নিয়ে ৬২ হাজার ৪৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজমা বেগম কলস প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৮৫৬ ভোট। মঙ্গলবার(২১ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবীর তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।