৷ষ্টাফ রিপোর্টার :
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজ ওভারসীজ লিমিটেড ও বোননজা গ্রুপ অব কোম্পানীজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইফতেখার উদ্দীন আহমেদ এর ৯ম মৃত্যুবাষিকী পালিত হয়েছে।
পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম এর ফটিকছড়ির রায়পুরার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও কোরআন খতম এবং এতিমদের মাঝে খাবার বিতরনের করা হয়েছে।
এছাড়া ইফতেখার উদ্দীন স্মৃতি পরিষদের উদ্যোগে ধানমন্ডি তাকওয়া মসজিদ,মোহাম্মদপুর বাইতুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা, দারুল উলুম বায়তুল জান্নাত মাদ্রাসা ও এতিমখানা দু:স্হ ও এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়।
মসজিদসমুহে বাদ যোহর দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্বীয় স্বজন এবং শুভাশীষদের উপস্হিত ছিলেন। স্মৃতি পরিষদের সভাপতি আনিক ইনতেসার আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান মন্জুর সকলকে ধন্যবাদ জানান।